লালমনিরহাট সদর উপজেলার সাপটানা মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাখা মালামাল দ্রুত অপসারনের দাবী জানিয়েছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র রায়। বিদ্যালয়ের মাঠটি ঠিকাদারের দখলে। ফলে ছাত্র/ছাত্রীসহ শিক্ষকদের চলাচলে মারাত্মক বিঘ্নতা সৃষ্টি হচ্ছে।
তিনি জানান, শহরের পৌরসভাধীন মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। কোমলমতি ছাত্র/ছাত্রীদের শিক্ষাদানে বিশেষ অবদান রেখেই চলছে। ফলে প্রতি বছরে এ বিদ্যালয়ে ছাত্র/ছাত্রী সংখ্যা বাড়ছে। বিদ্যালয়ে ছাত্র/ছাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় চলতি বছরে সরকারী ভাবে মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ শুরু হয়।
এখন ওই বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবনের কাজ চলছে ধীর গতিতে। বিদ্যালয় মাঠে পুরাতন পরিত্যক্ত মালামাল সহ নির্মানাধীন কাজে ব্যবহারিত রড, কাঠ, ইট, গাছপালা অবাধে রাখা হয়েছে। মাঠের জায়গা খালি না থাকায় এ্যাসেম্বিলি, পি,টি প্যারেড, কুচকাওয়াজ পরিচালনা করা যাচ্ছে না। এতে করে, শিক্ষার্থীসহ চলাচল করা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মাঠটি যেন একেবারে ঠিকাদারের দখলে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র রায় বলেন, বিদ্যালয়ের মাঠে রাখা মালামাল দ্রুত অপসারনের দাবী জানাচ্ছি। মালামাল না সরিয়ে রাখা পর্যন্ত আমরা শিক্ষকগন বিপদে আছি। কারণ আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা সব শিশু। কে কখন কোথা লাপাঝাপা করে তা সব সময় খেয়াল রাখতে হয়।