দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ২৭টি মসজিদ, ৬ টি মন্দিরে সর্বমোট ৬০ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার (২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার উপজেলা দলীয় কার্যালয়ে ২৭টি মসজিদ, ৬ টি মন্দিরে সর্বমোট ৬০ লক্ষ টাকার অনুদান প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ফিজার এম,পি, সম্মানিত সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, দিনাজপুর জেলা শাখা, সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, পার্বতীপুর উপজেলা শাখা ও চেয়ারম্যান পার্বতীপুর উপজেলা পরিষদ, মোঃ আমজাদ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগ, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ডাবলু, পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ও পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, মোঃ আমিরুল মোমেনীন মুমিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, পার্বতীপুর উপজেলা মহিলা লীগের সভাপতি মোছাঃ রোকসানা বারী রুকু, উপজেলা যুবলীগ সংগ্রামী সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ,।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবকলীগ, উপজেলা ছাত্রলীগ, পার্বতীপুর পৌর ছাত্রলীগ, উপজেলা কৃষকলীগ প্রমুখ।