বাংলার সংবাদ ডেস্ক ।। কালবৈশাখীর আনাগোনা বাড়ায় দেশের উত্তর, পশ্চিম, দক্ষিণ, পূর্ব ও মধ্যাঞ্চলে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (০৯ মে) গণমাধ্যমকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ।
তিনি বলেন, আজ ঢাকাসহ বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, সিলেট বিভাগের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিক্ষিপ্ত হারে কোথাও কোথাও শীলাবৃষ্টিও হতে পারে। সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হচ্ছে এবং এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টি চলছে।
‘এছাড়াও আজ কালবৈশাখী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এ কারণে কিছু নদীবন্দরে ২ নম্বর এবং কোথাও এক নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে’ বলেও জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ।
রশিদ জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।