মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি ।। রংপুরের মিঠাপুকুরে প্রতি ওয়ার্ডে করোনার টিকা দেয়া হবে। আগামী ৭আগষ্ট থেকে এ কায্যক্রম শুরু হবে। মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নের প্রতিটি সাবেক ১নং ওয়ার্ডে প্রথমতঃ প্রতি ওয়ার্ডে ৬’শ জনের মাধ্যমে এ কার্যক্রম চলবে।
পরবর্তীতে পর্যায়ক্রমে টিকা এলে প্রত্যেক ওয়ার্ডে কায্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা বুথে প্রতিদিনের ন্যায় টিকা কায্যক্রম চলমান থাকবে বলে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মমিনুল ইসলাম জানান।