নারায়ণগঞ্জ প্রতিনিধি ।। নারায়ণগঞ্জে প্রায় ৭০ কোটি টাকা মূল্যের বিষাক্ত সাপের বিষ উদ্ধার করেছে র্যাব। এ সময় আন্তর্জাতিক দুই চোরাকারবারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৭ জানুয়ারি) বিকেলে র্যাব-১০ ব্যাটালিয়ানের একটি দল সদর উপজেলার ফতুল্লা থানাধিন ইসদাইর এলাকা থেকে দুই চোরাকারবারিকে গ্রেফতারসহ বিপুল পরিমান সাপের বিষের চালান উদ্ধার করে। অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে এই চক্রটির অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লার ইসদাইর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল (৫৫) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গার প্রাকপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে মিজানুর রহমান (৪৩) মধু। অভিযান শেষে র্যাব গ্রেফতারকৃ দুইজনকে রাতে ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় র্যাব-১০ এর নায়েবে সুবেদার শেখ মনিরুজ্জামান বাদি হয়ে চারজনকে আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, রাজধানির লালবাগে র্যাব-১০ ব্যাটালিয়ানের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ইসদাইর এলাকায় মোস্তফা কামালের বাড়িতে অভিযান চালায়। এসময় একটি কার্টনের মধ্যে কাঁচের জারে সংরক্ষিত (২টিতে তরল ও ৪টিতে পাউডার জাতীয়) দুই কেজি ৯০ গ্রাম সাপের বিষ উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ কোটি টাকা বলে জানিয়েছেন অভিযানে অংশ নেয়া র্যাবের কর্মকর্তারা। সাপের বিষ চোরাচালানির অভিযোগে মোস্তফা কামাল ও তার সহযোগি মিজানুর রহমান মধুকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর ফতুল্লা থানায় হস্তান্তর করে।
ওসি আসলাম হোসেন আরো জানান, র্যাব প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে গ্রেফতারকৃতরা আন্তর্জাতিক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা বিদেশ থেকে অবৈধভাবে সাপের বিষ এনে বিক্রি করে থাকে। তাদের মধ্যে মিজানুর রহমান মধুর বিরুদ্ধে চোরাকারবারি সংক্রান্ত একাধিক মামলাও রয়েছে।