রুবেল চৌধুরী, দিনাজপুর ::: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৩৩টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার গবাদিপশু ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সামগ্রী।
৪মে মঙ্গলবার দুপুরে চিরিরবন্দর উপজেলার প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে উপহারের গবাদিপশু ও উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দিকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আহসানুল হক মুকুল, চিরিরবন্দর ডেইরি এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আলিম সরকার, সাধারন সম্পাদক আনিসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ প্রানী সম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আবু সরফারাজ হোসেন প্রমুখ।