স্পোর্টস ডেস্ক ।। প্রথম টি-টোয়েন্টির চেয়ে দ্বিতীয় ম্যাচে বেশ শক্ত অবস্থানে জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে স্বাগতিকরা। সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৬৭ রান।
এই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজটি অন্তত তৃতীয় ম্যাচে নিয়ে যেতে চাইবে সিকান্দার রাজার দল।
ম্যাচ জয়ের লক্ষ্যে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করতে নামে স্বাগতিকরা। সেখানে ওয়েসলে মাধেভেরের ফিফটির সঙ্গে ডিও মেয়ার্সের ২৬ ও রায়ান বার্লের ৩৪ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৬৬ রানের সংগ্রহ দাঁড় করেছে জিম্বাবুয়ে। এই ম্যাচ জিতে টেস্ট ও ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ১৬৭ রান।
বাংলাদেশের হয়ে এদিন বোলাররা খুব বেশি সুবিধা করতে পারেননি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফরম্যাটে একাধিক সিরিজ থাকায় দলের প্রায় সব বোলারকে ঘুরিয়ে-ফিরিয়ে পরখ করে নিচ্ছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সফরকারীদের হয়ে হাত ঘুরিয়েছেন ৭ জন।