মোতাহার হোসেন, মিঠাপুকুর (রংপুর) ।। রংপুরের মিঠাপুকুরে আসাদ হত্যাকান্ডের ১০দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত মুল আসামী গ্রেফতার না হওয়ায় সংবাদ সম্মেলন করেছেন হত্যাকান্ডের শিকার আসাদুল হক আসাদের বাবা চাবু মিয়া।
সোমবার বিকালে সংবাদ সম্মেলনে তিনি দাবী করেন তার ছেলে আসাদের মুল খুনি মামুন। কিন্তু রহস্যজনক কারনে পুলিশ মামুনকে গ্রেফতার করছে না।
তিনি আরো জানান, মামুন যখন স্থানীয় রতিয়া বাজিতপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ট্রাক্টরের ড্রাইভার, তখন তার ছেলে আসাদুল মামুনের আন্ডারে ওই ট্রাক্টরের হেলপার। প্রায় ৬মাস হেলপারী করার পর আসাদুল নিজেও ড্রাইভারী শিখে। এরপর মামুনের অসততার জন্য ট্রাক্টর মালিক মামুনকে ড্রাইভারী থেকে বাদ দিয়ে তার ছেলে আসাদকে ড্রাইভার নিয়োগ করে।
এতে করে মামুন ক্ষিপ্ত হয়ে মোতালেব হোসেন আপেল ও শিমুল মিয়া মান্না সহ অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় আসাদুলকে ডেকে নিয়ে ১৭জুন দিনগত রাত ১২টা ১০মিনিটের সময় কানার মাল্লি নামক স্থানে মাঠের মধ্যে নিয়ে গিয়ে ঘাড় মটকে ও ধারালো ছোরা দিয়ে হত্যা করে ধানক্ষেতের কাদা পানিতে ফেলে রাখে।
আসাদুলের লাশ উদ্ধার হওয়ার পর পুলিশ মোতালেব হোসেন আপেল ও শিমুল মিয়া মান্নাকে গ্রেফতার করলেও মুল খুনী মামুন এখনো রয়েছে ধরা ছোয়ার বাহিরে। চাবু মিয়া তার ছেলে আসাদুল হত্যাকান্ডের মুল হোতা মামুনকে দ্রুত গ্রেফতার ও এ হত্যাকান্ডের ন্যায় বিচারের দাবীতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।