হাতীবান্ধা প্রতিনিধি ।। লালমনিরহাটের হাতীবান্ধায় অসহায়, দুস্থ্য খেটে খাওয়া দিনমজুরের ও ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় দুই শতাধিক শীতার্তের মাঝে কম্বল দেয়া হয়।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফকিরপাড়া এলাকায় ফকিরপাড়া ইউপি সদস্য ও যুব মহিলালীগের সদস্য মোসলেমা বেগমের উদ্দোগে ওই শীতার্তদের হাতে কম্বল তুলে দেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠ পোষক ও প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
হাতীবান্ধা উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক শারমিন সুলতানা সাথীর সভাপতিত্বে আয়োজিত কম্বল বিতরণে আরও উপস্থিত ছিলেন, ফকির পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল ফজল সরকার, আওয়ামীলীগ নেতা আলতাব, উপজেলা ছাত্রলীগ নেতা আকাশ, ফকির পাড়া ছাত্রলীগ সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ও ক্রিড়া সম্পাদক স্বাধীন।
এছাড়া এ সময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।