লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলায় অতর্কিত হামলা চালিয়ে আব্দুল মালেক (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ২নং দোয়ানী গ্রামে ওই কৃষকের বাড়ির সামনেই এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক ওই গ্রামের বারেক আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে প্রচন্ড গরমের কারনে বাড়ির সামনে একটি খোলা ঘরে বসে ছিল আব্দুল মালেক। এসময় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে ঘটনা স্থালেই সে মারা যান।
পরে পরিবারের লোকজন তার খোঁজে বাড়ির বাইরে বের হয়ে তার রক্তাক্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত আব্দুল মালেক একজন কৃষক ও দুই ছেলে এক মেয়ের জনক।
পরিবার সুত্র জানান, দীর্ঘ দিন ধরে প্রতিবেশীদের সাথে জায়গা জমি নিয়ে আদালতে মামলা চলে আসছে। সেই জের থেকে হত্যাকান্ড ঘটতে পারে বলে তারা ধারনা করছেন।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকান্ডের ঘটনাটি গুরুত্বসহ তদন্ত করা হচ্ছে। খুব দ্রুতই জড়িতদের গ্রেফতার করা হবে বলেও তিনি জানান।