শাহারিয়া শাহাদাৎ, চাঁপাইনবাবগঞ্জ ।। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক পিতা নিহত হয়েছেন, মারাত্মক আহত হয়েছেন পুত্র। নিহত স্কুল শিক্ষক হলেন শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের মৃত শাহারুদ্দিন মাস্টারের ছেলে তরিকুল ইসলাম (৪৫)। তার পুত্র তামিম (১৩) কে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বুধবার সকালে উপজেলার রহনপুর-আড্ডা সড়কের দীঘার মোড় এলাকায় ভুটভুটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ওই স্কুল শিক্ষক মারা যান। অভিযুক্ত ভুটভুটি চালককে আটক করা হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, নিহতের লাশের কোন দাবি না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।