আসন্ন ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলের ত্যাগী নেতাদেরই মনোনয়ন দেবেন বলে আশা করছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
তিনি বলেন, আওয়ামীলীগের দু:সময়ে যেসব নেতা-কর্মীরা নানা নির্যাতন সহ্য করে ত্যাগের বিনিময়ে আন্দোলন চালিয়ে গেছেন তাদেরকেই মূল্যায়ন করা হবে। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবেই হাইব্রিড নেতাদের মনোনয়ন পাবার সুযোগ দেবেন না।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় ভার্চুয়্যালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, যাদের ত্যাগের বিনিময়ে আওয়ামীলীগ ক্ষমতায় এসেছে, শেখ হাসিনা আগামীতে তাদেরকেই জনপ্রতিনিধি হওয়ার ব্যবস্থা করে দিয়ে নেতত্বে নিয়ে আসবেন।
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহেদ আলীর সভাপতিত্বে উপজলোর নগরপাড়া হাই স্কুল মাঠে এই শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল হাই, রূপগঞ্জ উপজলো চেয়ারম্যান শাজাহান ভূইয়া, তারাবো পৌরসভার মেয়র হাসনিা গাজী ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক পাপ্পা গাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শোকসভায় আলোচনা শেষে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের ও গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।