বাংলার সংবাদ ডেস্ক ।। ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের হরিপুর নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মিলন মিয়াকে আটক করেছে পুলিশ। মিলন হরিপুর নয়াপাড়া এলাকার জাহেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, হরিপুর নয়াপাড়া এলাকায় নানার বাড়িতে থাকতো ওই স্কুলছাত্রী। ২৮ জুন বিকেলে বাড়িতে কেউ না থাকায় তাকে ধর্ষণের পর পালানোর চেষ্টা করেন মিলন। কিন্তু এর আগেই বিষয়টি জানাজানি হয়। পরে মিলনকে ধরে পুলিশে খবর দেয় এলাকাবাসী। এ ঘটনায় ওই রাতেই জামালপুর সদর থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগীর মা।
জামালপুর সদর থানার ওসি মো. রেজাউল ইসলাম খান বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মিলনকে আটক করা হয়েছে। মামলা হওয়ার পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।