আনিসুর রহমান, কুড়িগ্রাম ::: কুড়িগ্রামের রাজারহাটে গরুর সাথে ৮০ বছরের বৃদ্ধার বসবাস,সেই শান্তি বালার বাড়ীতে ইউএনও নূরে তাসনিম। এই যুগেও একই ঘরে গরুর সঙ্গে বসবাস ৮০ বছরে বৃদ্ধার।
চিত্রটি ভিডিও সহ সোসাল মিডিয়ায় তুলে ধরেন,রাজারহাট উপজেলার চাকির পশার ইউনিয়নের তরুণ সমাজসেবক তৌহিদুর রহমান ব্যাপারী,মহুর্তে পোস্টটি ভাইরাল হয় সোসাল মিডিয়ায়।এবং উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিতে পরে।
এরই ধারাবাহিকতায় গত ১৪ জানুয়ারী বৃহস্পতিবার উপজেলার চাকিরপশার ইউপির মালিপাড়া গ্রামের ৮০ বছরের বৃদ্ধা শান্তি বালার বাড়িতে ইউএনও নূরে তাসনিম, শান্তি বালার খোঁজ খবর নেন তার হাতে ছয় হাজার টাকা, ২ বান্ডিল টিন, তেল, চাল, ডাল ও কম্বল তুলে দেন।