রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার।। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন কন্সেন্ট্রেটর প্রদান করেছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরুজা বারী। সোমবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ বিশ্বেশ্বর চন্দ্র বর্ম্মণের নিকট অক্সিজেন কন্সেন্ট্রেটর হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরুজা বারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-আহ্বায়ক রেজাউল আলম রেজা, আহসান আজিজ সরদার মিন্টু, হাফিজা বেগম কাকলি, সদস্য ও বারীর ছোটবোন ফাহমিদা বুলবুল কাকলি, তিস্তা বাঁচাও ও নদী বাঁচাও সভাপতি ছাদেকুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক মুন্সী আমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান করিম চাঁদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, বেলকা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক একেএম কামরুল হুদা রাজু প্রমূখ।