রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার।। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুন্সি আমিনুল ইসলাম সাজু এর নেতৃত্বে দহবন্দ ইউনিয়ন শাখার শতাধিক জাসদের নেতা-কর্মী স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর) ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীর হাতে ফুল দিয়ে ২৩ জুলাই (শুক্রবার) জাতীয়পাটিতে যোগদান করেন।
এসময় জাসদ’র সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুন্সি আমিনুল ইসলাম সাজু ছাড়াও আরো যোগদান করেন উপজেলা জাসদের সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শ্রী সত্যেন্দ্র নাথ শর্মা, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ সেলিনা আকতার সেলী, দহবন্দ ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আপেল সহ ৫নং দহবন্দ ইউনিয়ন শাখার জাসদের শতাধিক নেতা-কর্মী।
যোগদান অনুষ্ঠানে সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী ছাড়াও জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মোসলেম মিয়াজী, উপজেলা জাতীয়পাটীর সদস্য মোঃ সাজেদুর রহমান সাজু, ৫নং দহবন্দ ইউনিয়নের জাপার সাধারন সম্পাদক মোঃ হাসু মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ শানু মিয়া, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত সুন্দরগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ওসমান গনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর ফারুক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।