পিন্টু কুমার সরকার,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বহুল আকাংখিত মীরগঞ্জ হাট জামে মসজিদের ব্যাচ ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) মসজিদ কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুন্দরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড কমিশনার কমিশনার সামিউল ইসলামের উপস্থিতিতে মসজিদ কমিটির সভাপতি মোঃ সুজাউদ্দৌলার সভাপতিত্বে মীরগঞ্জ হাট জামে মসজিদের ব্যাচ ঢালাই কাজের উদ্বোধন করেন সমাজ সেবক মোঃ আরেফিন আজিজ সরদার সিন্টু।
মসজিদ কমিটির অন্যান্য সদস্য ছাড়াও এসময় স্থানীয় গণ্য মান্য ব্যক্তি বর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এসময় উক্ত মসজিদের কাজকে ত্বরান্বিত করতে সর্ব স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন মসজিদ কর্তৃপক্ষ।