জয়ন্ত সাহা যতন,গাইবান্ধা।। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বামনডাঙ্গা ইউনিয়নের পশ্চিম মনমথ গ্রামে মৃত হাফিজারের স্ত্রী সোনাভান’ (৪০)কে আপন চাচা শ্বশুর কর্তৃক ধর্ষণের চেষ্টা এবং মারপিটের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ৬ জুলাই দিবাগত রাতে রাত ৩ টার দিকে সোনাভানের চাচা শ্বশুর মোস্তা (৫০) মিয়া দরজার বাঁধন খুলে ঘড়ে ঢুকে সোনাভানকে জরিয়ে ধরে। সোনাভান চিৎকার করলে পালিয়ে যায় তার চাচা শ্বশুর। এদিকে সোনাভানের আত্ম চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরের দিন স্থানীয় ব্যক্তিবর্গদের বিষয়টি জানান সোনাভান। শ্লীলতাহানির বিষয়টি গ্রামবাসী জানাজানি হওয়ায় ৯ জুলাই মোস্তা মিয়া ও তার পুত্র কফিল উদ্দিন (৩৫) সহ ৪/৫ জন সোনাভানের বাড়িতে ঢুকে অতর্কিত ভাবে বিধবা সোনাভানকে মারপিট করে। পরে নিরুপায় হয়ে সোনাভান বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেন।
এদিকে অভিযোগের খবর পেয়ে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে মোস্তা মিয়াসহ তার পরিবার। আবারো সোনাভানকে দেশীয় অস্ত্র এনে তাড়া করে। তখন অসহায় হয়ে নিজের ভিটে মাটি রেখে সোনাভান তার ননদিয়া ছালেক ( ৫২) ব্যাপারীর বাসায় ঠাঁই নেয়।
উল্লেখ্য যে,নারী লোভী মোস্তা গত ১২ বছর পূর্বে ছোট ভাতিজা বউকে ধর্ষণ চেষ্টার দায়ে অভিযুক্ত হয়ে স্থানীয় ভাবে শালিস বৈঠকে তেরো হাজার টাকা জরিমানা প্রদান করেন।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুজ্জামান অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।