জয়ন্ত সাহা যতন,গাইবান্ধা।। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতা খয়বর হোসেন মওলার নিজ অর্থায়নে করোনাকালীন কর্মহীন শ্রমিক, অসহায় ও দুস্থ এক হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
৩১ জুলাই শনিবার দুপুরে পৌর শহরের বাহিরগোলা জামে মসজিদ সংলগ্ন মওলার চাতালে সুন্দরগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন।
করোনাকালীন কর্মহীন ও দুস্থ মানুষের পাশে দাড়ানোর অংশ হিসেবে মানব সেবায় অংশ নেয়া খয়বর হোসেন মওলার খাবার বিতরণে অংশ নেয় সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, সহ সভাপতি একেএম শামছুল হক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহ সধারণ সম্পাদক এমএ মাসুদ, সহ সাংগঠনিক সম্পাদক মোকছেদ আল মামুন, কোষাধ্যক্ষ সুদীপ্ত শামীম, দপ্তর সম্পাদক বাপ্পী রায়, সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, জয়ন্ত সাহা যতন, নদী বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের নেতা সাদেকুল ইসলাম দুলাল প্রমূখ।
এসময় সার্বিক ব্যবস্থাপনায় থাকা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য খয়বর হোসেন মওলা বলেন করোনাকালীন লকডাউন যতদিন থাকবে ততদিন রান্না করা খাবার বিতরণ করব ইনশাআল্লাহ। আওয়ামীলীগের হাইকমান্ডের অসহায় মানুষের পাশে দাড়ানোর নির্দেশনা অনুযায়ী খাবার বিতরণ করছি।