রাশেদুল ইসলাম রাশেদ ।। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ১ নং বামনডাঙ্গা ইউনিয়নের পঃ রামধন গ্রামে হেল্প মি ওয়েল ফেয়ার ট্রাস্ট বাংলাদেশ এর উদ্যোগে অসহায় -হতদরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
২০ এপ্রিল ট্রাস্ট এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেনের উপস্থিতিতে এলাকার ১৫০ জন লোকের মাঝে ইফতার সামগ্রী ও তেল, চাল, আলু, পিয়াজ, মিষ্টি কুমড়া,ছোলাসহ ১৩ প্রকার পন্য সামগ্রী বিতরণ করেন।
এ ছাড়াও সংগঠনটির পক্ষ থেকে একটি গরু জবাই করে এলাকার এক হাজারের অধিক লোককে ইফতার ও রাতের খাবারের ব্যসবস্থা করা হয়।
বিতরণী অনুষ্ঠানে বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম.এ আউয়াল কবিরের তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক এনামুল হক, সদস্য আঃ মমিন, লোকমান হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।