জয়ন্ত সাহা যতন,(গাইবান্ধা) প্রতিনিধিঃ আসন্ন দূর্গা পূজা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন ইউপি চেয়ারম্যান নজমুল হুদা। বুধবার (৬ অক্টোবর) দুপুর ২ টার দিকে তার নিজ বাড়িতে এ আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
জানা যায়, উক্ত সময়ে বামনডাঙ্গা ইউনিয়নের ২৬ পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাকগণসহ পাঁচ জন করে সদস্য উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সুন্দরগঞ্জ উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা শিশির কুমার সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তৃতা দেন বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির বামনডাঙ্গা ইউনিয়ন কমিটির সভাপতি নিলু রাম রায়, সাধারণ সম্পাদক সংগ্রাম সিং ও পূজা মন্ডপের সাধারণ সম্পাদক মনিন্দ্রনাথ বারী, দীনেশ চন্দ্র সরকার প্রমূখ।
এদিকে, চেয়ারম্যান নজমুল হুদা আসন্ন নির্বাচন নিয়ে গোটা ইউনিয়ন বাসীর নিকট দোয়া ও আবারও সমর্থন চেয়েছেন।
পরে পূজা মন্ডপ কমিটির হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করা