খুলনা ফুলতলা উপজেলার ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের গিলাতলা পশ্চিমপাড়া বা গোলাম নগর নামে পরিচিত, আজ দুপুরের ভারী বর্ষণে রাস্তাঘাট সহ বেশিরভাগ মানুষের ঘরের মধ্যে পানি প্রবেশ করেছে।
এলাকাবাসীর দাবি আর কতদিন এভাবে আমাদের ভোগান্তি পোহাতে হবে। অত্র এলাকাটি ঘনবসতিপূর্ণ জায়গা, আর্মি পুলিশ বিডিআর সহ বিভিন্ন পেশার কর্মজীবী মানুষের বসবাস। প্রতিবছরই একটু ভারী বর্ষণ হলেই ঘরের মতো পানি প্রবেশ করে। যথাযথ ড্রেনের ব্যবস্থা না থাকা এর প্রধান কারণ।
এলাকাবাসী ক্ষমতাসীন বা স্থানীয় সরকারের শরণাপন্ন হলেও প্রতিকার মেলেনি। সব মিলিয়ে দুর্বিষহ জীবনযাপন করছে এখানকার বাসিন্দারা। নিজস্ব অর্থায়ন ও ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষে কিছু অনুদাণ পেলেও তা ছিল খুবই সামান্য।
এখানকার বাসিন্দাদের একটাই দাবি আমরা আপনাদের কাছে চাল-ডাল টাকা চাইনা, আমরা শুধুমাত্র একটি পাকা ড্রেন চাই।