আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা ।। আশাশুনির বড়দলে আশ্রয়ন প্রকল্পের জন্য সাড়ে ৩ একর জমি দখলমুক্ত করে উদ্ধার ও নির্মাণাধীন গৃহের কাজ পরিদর্শন করেছেন ইউএনও।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণের লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের জন্য খাস জমি উদ্ধার কাজ চলছিল। এরই অংশ হিসেবে সকালে বড়দল ইউনিয়নে ৩.৫০ একর অবৈধ সরকারি খাস জমি দখলমুক্ত করে তা উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
এছাড়া এলাকায় গৃহহীনদের জন্য নির্মানাধীন ঘরের কাজও পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা,
ইউপি সদস্য আব্দুর রশিদ, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বড়দল এলাকার সানা গোষ্টির প্রভাবশালী ব্যক্তি ও তাদের স্বজনদের অবৈধ দখলে রয়েছে ইউনিয়নের কপোতাক্ষ চর ভারাটি বহু খাস সম্পত্তি। যা এলাকার অসহায় দুস্থ গৃহহীন মানুষ ওই সম্পত্তি দীর্ঘদিন ভোগ দখল থেকে বঞ্চিত হচ্ছে।