মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড় ।। পঞ্চগড়ে সাংবাদিক মুজাক্কির হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ।
উল্লেখ্য নোয়াখালীর বেগমগঞ্জে উভয় পক্ষের সংঘর্ষের ভিডিও ফুটেজ ধারন করার সময় বাংলাদেশ সমাচার এর প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরকে হত্যা করা হয় । মুজাক্কির সহ সারা দেশের সাংবাদিকদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে এই মানব বন্ধন কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাবের আয়োজনে, পঞ্চগড়- ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।জাতীয় দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সাইফুল আলম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ইন্ডিপেনডেন্ট টিভি ও সমকাল পত্রিকার সাংবাদিক সফিকুল আলম সফিক, চ্যানেল ২৪ টিভির এ হোসেন রায়হান, এনটিভির ষ্টাফ রিপোর্টার ও ইত্তেফাকের সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ডিবিসি নিউজ ও কালের কন্ঠের লূৎফর রহমান, সিনিয়র সাংবাদিক দেশ রুপান্তরের প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বাবু, আটোয়ারী প্রেসক্লাবের জিল্লুর হোসেন সরকার, তেঁতুলিয়া প্রেসক্লাবের সদস্য আশরাফুল ইসলাম, এশিয়ার টিভির আক্তারুজ্জামান আকতার প্রমূখ।জেলা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি মোঃ রাশেদুল ইসলাম,জেলা রিপোর্টার্স ইউনিটি, জেলা রিপোর্টার্স ক্লাব,জেলা প্রেসক্লাবের সহ জেলার সর্বস্তরের গণমাধ্যম কর্মীরা একাত্ম জানিয়েছেন।
এসময় বক্তারা বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাকারীদের দ্রুত আটক করে আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানানো হয় ।