আসাদুল ইসলাম সবুজ ॥ সরকারি গাড়ির অপব্যবহার করা ও ব্যক্তিগত কাজে ব্যবহার না করতে নিষেধাজ্ঞা রয়েছে মন্ত্রণালয়ের। অথচ উক্ত নিষেধাজ্ঞাকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) লালমনিরহাটের সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফ সরকারী গাড়িতে সরকারী জ্বালানি তেল খরচ করে যান তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে। সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফের কারণে একদিকে যেমন সরকারি কোষাগার থেকে জ্বালানি তেল বেশি খরচ যাচ্ছে, তেমনি ভাবমূর্তি নষ্ট হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের।
অনুসন্ধানচালিয়ে জানা গেছে, চলতি বছরের ১০ ফেব্রুয়ারী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মন্ত্রণালয়ের আওতাধীন লালমনিরহাটে যোগদান করেন সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফ। তিনি উক্ত অফিসে যোগদানের পর তার নিচের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে খারাপ আচরণসহ বিভিন্ন অনিয়মের সাথে জড়িয়ে পড়েন। তবে তার ব্যবহারে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা অনেকটাই ক্ষুব্ধ। ঠিক-ঠাক ভাবে অফিসও করছেন না। সরকারি খরচে সরকারি গাড়ি ও গাড়ি চালক নিয়ে দাফিয়ে বেড়ান জেলায় জেলায়।
সম্প্রতি সময় সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফ সরকারী গাড়ি ও চালক আলম হোসেনকে নিয়ে গ্রামের বাড়ি পঞ্চগড়ে যাওয়ায় অফিসে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।
লালমনিরহাট থেকে পঞ্চগড়ের দূরত্ব প্রায় ১৩৯ কিলোমিটার। সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফের সেখানে গ্রামের বাড়ি। ১৩৯ কিলোমিটার সড়ক পথ পাড়ি দিতে প্রায় ৩০/৩৫ কেজি জ্বালানি তেল লেগে যায়। যা সরকারি কোষাগারে খরচ দেখানো হয়। চলতি বছরের ১০ ফেব্রুয়ারী লালমনিরহাট এলজিইডি অফিসে যোগদানের পর থেকে ৩/৪ বার এভাবে গ্রামের বাড়িতে যান সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফ।
কিন্তু এবার সর্বশেষ পঞ্চগড়ের কাছাকাছি যেতে না যেতে হঠাৎ গাড়ীর তেল শেষ হওয়ায় তিনি গাড়ি চালক আলম হোসেনের সাথে খারাপ আচরণ করেন। এমনকি পঞ্চগড় থেকে ওই গাড়ী লালমনিরহাট এসে তেল নিয়ে পুনরায় পঞ্চগড়ে যেতে বাধ্য হন। ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করে বদনাম ছড়াচ্ছে সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফ। এমনকি প্রতিমাসেই শপিং করার জন্য পরিবার নিয়ে রংপুর সহ ব্যক্তিগত কাজেই সরকারি গাড়ি নিয়ে জেলার বাইরে প্রায় দাফিয়ে বেড়ান।
নিয়ম রয়েছে, সরকারি কাজ ছাড়া জেলার বাইরে সরকারি গাড়ি নিয়ে যেতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। কিন্তু সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফ কোন কিছুর তোয়াক্কা না করে সরকারি সম্পদ অপচয় করেই চলছেন।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) লালমনিরহাটের সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোন ধরেননি। দফায় দফায় অফিসে গেলেও তার সাক্ষাত পাওয়া যায়নি।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর কাদের ইসলাম বলেন, সরকারি গাড়ী নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ায় বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিচ্ছি।