পঞ্চগড় প্রতিনিধি ।। পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাক্স বিতরণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ।
রবিবার (১-আগস্ট) দিনব্যাপী উপজেলা শহরে মাক্স বিতরণ ও সরকারি বিভিন্ন কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করা হয় । দেবীগঞ্জ থানা চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। দেবীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক মোঃ বজলুর রশিদ । পরে পর্যায় ক্রমে উপজেলা পরিষদ চত্বরে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ফায়ার স্টেশনে ও দেবদারু তলায় বৃক্ষরোপণ করা হয় ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার হাসিনুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশনে বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন, স্টেশন অফিসার মোঃ তরিকুল ইসলাম। বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করে উপজেলা শহরের দেবদারু তলা ও বিজয় চত্বরে সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণ করা হয় ।
এ সময় সবুজ আন্দোলন দেবীগঞ্জ উপজেলা শাখা কমিটির সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম মনু এর নেতৃত্বে উপস্থিত ছিলেন,সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সাদ্দাম,যুগ্ম সাধারণ সম্পাদক দলিলুর রহমান দোলন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ শাহিনুর রহমান গুড্ডু, ক্রিয়া বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাটোয়ারী, দপ্তর সম্পাদক মোঃ নয়ন রহমান , সাংগাঠনিক সম্পাদক শাহিনুর রহমান সহ সংগঠনের উপজেলা কমিটির সদস্যরা।
এ বিষয়ে, সবুজ আন্দোলন দেবীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম মনু বলেন, সবুজ আন্দোলন একটি পরিবেশবাদী সামাজিক সংগঠন। আমারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সমাজের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় আজকের এই মাক্স বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে ।কিছুদিন আগে করোনা সংক্রমণ রোধে করণীয় সম্পর্কে মাইকিং করা হয়েছে । সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে আমাদের নানা ধরনের কার্যক্রম চলমান রয়েছে । এবং এই ধরনের সকল কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান তিনি ।