জি.এম.কৃষ্ণা শর্ম্মা, মৌলভীবাজার।। স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) শ্রীমঙ্গল চৌমুহনী চত্ত্বরে প্রায় ৩৫০ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
উক্ত অনুষ্ঠানটি উদ্ভোদন করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগ সভাপতি মোঃ বেলায়েত হোসেন ও আরও উপস্থিত ছিলেন জেলা তাতী লীগের হাজী শাহ আলম ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু জগত জুতি ধর শুভ্র দা এবং অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মোঃসেলিম আহমেদ, সিনিয়র সহ সভাপতি আব্দুল খালিক,মোঃ শহিদুল ইসলাম অনিক মোঃ তাজুল ইসলাম মোঃ জুনেদ আহমেদ মোঃজালাল আহমেদ যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ ও স্বেচ্ছাসেবী সদস্য জাহিদ, অমিত প্রমুখ সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।
২০১৭সালের ১৩ ডিসেম্বর এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন এবং স্বেচ্ছায় রক্ত দাতা তৈরি করে বিভিন্ন মুমূর্ষু রুগিকে রক্ত দেওয়া সহ সকল সামাজিক কাজে অংশগ্রহন করেন। ইনশাল্লাহ আগামীতেও এই সংস্থাটির কার্যক্রম চালিয়ে যাবেন, যাতে করে শ্রীমঙ্গলের প্রতিটি উপজেলা সংস্থার কার্যক্রমের দ্বারা সাধারণ মানুষের মাঝে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করে মুমূর্ষু রোগীরা সহজে রক্তের সেবা পেতে পারে।