বাংলার সংবাদ ডেস্ক ।। বাংলাদেশি মালিকানাধীন কাতারের কোম্পানিগুলোতে শ্রমিক সংকট দেখা দিয়েছে। করোনার কারণে দেশে ছুটিতে গিয়ে আটকা পড়া প্রবাসীদের ফেরাতে বাংলাদেশ সরকার ও দূতাবাসের আরও উদ্যোগী হওয়ার তাগিদ প্রবাসী ব্যবসায়ীদের।
২০২২ সালের ফুটবল বিশ্বকাপ ঘিরে ব্যাপক অবকাঠামো উন্নয়নে কাজ চলছে কাতারে। এ উন্নয়ন কাজে যুক্ত বাংলাদেশি মালিকানাধীন কোম্পানিগুলোতে অধিকাংশ শ্রমিক বাংলাদেশি।
এসব কোম্পানিগুলোতে কর্মরত বহু প্রবাসী করোনার কারণে দেশে ছুটিতে গিয়ে আটকা পড়েছেন। দক্ষ শ্রমিকরা আটকা পড়ায় কোম্পানিগুলোতে দেখা দিয়েছে শ্রমিক সংকট। সমস্যা সমাধানে আটকা পড়া প্রবাসীদের ফেরাতে বাংলাদেশ সরকার ও দূতাবাসের সহযোগিতা চাইলেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।
এ প্রসঙ্গে কাতার প্রবাসী ব্যবসায়ী অমল বাড়ৈ বলেন, যারা বাংলাদেশে আটকা পড়েছেন তাদের যদি দ্রুত ব্যবস্থা করে ফিরিয়ে আনা যায় তাহলে আমাদের অনেক উপকার হত। আমরা অনেক সমস্যায় আছি। কাজ শেষ হয়নি। প্রচুর শ্রমিক লাগবে।
কাতার প্রবেশে কম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও, দেশটির সরকারের বিশেষ অনুমতি পত্র নিয়ে কিছু সংখ্যক প্রবাসী ফিরেছেন। তবে, আটকা পড়াদের বড় অংশ এখনো ফিরতে পারেননি দেশটিতে।