বঙ্গবন্ধু কন্যা, সফল রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার লালমনিরহাট জেলার প্রাণ কেন্দ্র মিশন মোড়ে অবস্থিত শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গনে স্মারকবৃক্ষ রোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম রাশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এ সময় লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি ও শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজ এর প্রধান উপদেষ্টা মোড়ল হুমায়ুন কবির শিক্ষার্থী ও উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে এসেছেন। তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এর জন্য শিক্ষা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিয়েছেন। একমাত্র শেখ হাসিনাই পারবেন শতভাগ শিক্ষিত জাতি গঠন করতে।
সব শেষে রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।