এক দল শিয়ালের আক্রমণে পুলিশ পালাতে গিলে আহত হয়েছেন। আহত পুলিশকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার রেডিও কলোনি এলাকা সংলগ্ন সাভার বেতার কেন্দ্র পুলিশ ক্যাম্পের পাশেই এ ঘটনা ঘটে।
আল ইমরান ওই ক্যাম্পে কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন।
আল ইমরান জানান, তিনি সন্ধ্যায় ক্যাম্পের পাশেই মোবাইলে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে একদল শিয়াল তাকে আক্রমণ করে। শিয়ালের আক্রমণে তার পায়ে ক্ষত হয়। পরে তাকে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দিয়ে ক্যাম্পে নিয়ে যান পুলিশের অন্য সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কামরুন্নাহার বলেন, ওই পুলিশ সদস্যকে রাত ৯টা ৪০ মিনিটে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ক্যাম্পে ফিরে গেছেন। তিনি শঙ্কামুক্ত।