বাংলার সংবাদ ডেস্ক ।। নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণে সারাদেশে আগামীকাল শনিবার থেকে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শুক্রবার রাজধানীর মহাখালীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
তিনি বলেন, আগামীকাল থেকে শুরু হওয়া ক্যাম্পেইনের মাধ্যমে মূলত ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী, পঞ্চাশোর্ধ্ব জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে করোনার টিকার আওতায় নিয়ে আসব।
স্বাস্থ্যের ডিজি বলেন, ১২ আগস্ট পর্যন্ত চলা এ ক্যাম্পেইন সারাদেশের চার হাজার ৬০২টি ইউনিয়ন, এক হাজার ৫৪টি পৌরসভা, সিটি কর্পোরেশন এলাকার ৪৩৩টি জায়গায় ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে পরিচালনা করা হবে।