লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৩১ আগস্ট) বিদ্যালয়ের হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক আফরোজা বেগমকে ফুলেল শুভেচ্ছা জানান, বিদ্যালয়ের নতুন প্রধান শিক্ষক শাহ মোঃ রফিকুর রহমান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকগনের পক্ষে বিদায়ী প্রধান শিক্ষককে উপহার তুলে দেন, সিনিয়র শিক্ষক নাজমুল হক চৌধুরী। ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান, সিনিয়র শিক্ষক আবু তালেব মোঃগোলাম রব্বানী। মানপত্র তুলে দেন, সহকারী শিক্ষক মোঃমাহবুবার রহমান।
বিদায়ী প্রধান শিক্ষক আফরোজা বেগম বিদায়ী অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে বলেন, দীর্ঘদিনের চাকরি জীবন থেকে আজ চলে যাচ্ছি। এ বিদ্যালয়ের দায়িত্ব দেওয়ার পরে থেকে, প্রতিষ্ঠানে নিজের সর্বোচ্চ মেধা দিয়ে দায়িত্ব পালন করে গেছি। তিনি বিদ্যালয়ের শিক্ষক সহ কর্মচারী সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিদায়ী প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের ছাত্রদের নিজের সন্তান মনে করেছি। শিক্ষকদের উদ্দেশ্য বলেন, আমার সন্তানদের আপনারা আপনাদের সর্বোচ্চ মেধা দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎের পথ সম্প্রসারিত করবেন। বিদায় বেলায় এই আমার প্রত্যাশা।
উক্ত বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের অফিস সহকারী সুবল চন্দ্র রায়, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মচারীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।