নিরাপদ ট্রেন পরিচালনা ও যাত্রী সেবা নিশ্চিতকরন বিষয়কে সামনে রেখে রেলওয়ে কর্মচারীদের দক্ষতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক বিভাগ লালমনিরহাটের আয়োজনে অর্ধশতাধিক প্রশিক্ষনার্থী অপারেটিং কর্মচারীদের অংশগ্রহণে ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
১৩ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট রেলওয়ে ষ্ট্রেশনে অনুষ্ঠিত ইন-হাউজ প্রশিক্ষনে প্রধান অতিথি ও আলোচক ছিলেন, বিভাগীয় রেলওয়ে ম্যানজার শাহ সুফি নুর মোহাম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন, ডিভিশনাল ট্রাফিক সুপারেনটেডেন্ট খালেদুন্নেছা, এ টি এস আবু তাহের, জে টি আই সি অতিরিক্ত (টিআইটি) সামির উদ্দিন, ডি এস টি ই ইকবাল হোসেন উপস্থিত থেকে নিরাপদ ট্রেন পরিচালনা ও যাত্রী সেবা নিশ্চিতকরনে ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রয়োজনিয়তা ও সংকেত ওপিটি -২৭, ওপিটি -৮০,ওপিটি -২৬ এর ব্যবহারের বিভিন্ন নিয়ম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
উল্লেখ্য, ট্রাফিক বিভাগ লালমনিরহাটের উচ্চমান সহকারী হাসিবুর রহমান হাসান, অফিস সহকারী নুরুজ্জামান সোহেল সহ পয়েন্টসম্যান, গেটকিপার, ষ্টেশন মাষ্টার, গার্ড, ষ্টেশন জামাদার, এসি ম্যান, পোর্টার, ট্রেন্স ক্লার্ক, ইয়াড মাষ্টার, ইয়াড ফোরম্যান, সিটিএনএল, পিএলএল ও সিগনাল সেকশনের মিস্তী, খালাসীবৃন্দ উপস্থিত ছিলেন।