আসাদুল ইসলাম সবুজ।। লালমনিরহাট-রংপুর মহাসড়কে গাছের একটি মোটা ডাল ভেঙ্গে ঝুলিয়ে আছে!। ফলে যে কোনো সময় ভেঙ্গে ঝুলে থাকা গাছের ডাল পড়ে বড় ধরনের দুর্ঘটনার পাশাপাশি জনসাধারণের প্রাণহানি ঘটার শঙ্কা রয়েছে।
জানা গেছে, লালমনিরহাট-রংপুর মহাসড়কের এয়ারপোর্টে সড়কস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হইতে ৫শ গজ দক্ষিণে পুলিশ বক্স সংলগ্ন মহাসড়কের ওপর একটি শীল কড়াই (রেইন্ট্রি) গাছের মোটা ডাল ভেঙ্গে আর একটি ডালের সাথে সড়কের উপরে ঝুলছে।
বৃষ্পতিবার (২১ এপ্রিল) রাতের ঝড় বাতাসে উক্ত শীল কড়াই (রেইন্ট্রি) গাছের মোটা ডাল ভেঙ্গে সড়কের উপর ঝুলে যায় বলে স্থানীয়রা জানান।
অথচ ওই সড়ক দিয়ে প্রতিদিন শত শত বাস, ট্রাক, পণ্যবাহী গাড়ি, অটো ভ্যান, মোটরসাইকেল, মাইক্রোবাসসহ বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী গাড়ি, কাভার্ড ভ্যান, দূরপাল্লার কোচ আসে। পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরা এ পথদিয়ে যাতায়াত করে থাকে।
ভ্যান চালক আঃ রহিম বলেন, কেউ উপরে দেখে চলাচল করে না। তাই গুরুত্বপূর্ণ এ মহাসড়কটিতে হেলে থাকা গাছটি কেটে ফেলা জরুরী। তা না কাটলে যেকোনো সময় গাছ ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার পাশাপাশি জনসাধারণের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালেদ সাইফুল্লাহ সরকার বলেন, গাছটি বিমান বাহিনীর।
মহাসড়কে দূর্ঘটনা এড়াতে গাছটি অপসারণে কর্তৃপক্ষকের সাথে যোগাযোগ করা হচ্ছে।