আসাদুল ইসলাম সবুজ ॥ আসছে ১৪ ফেব্রুয়ারী লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিতব্য হতে যাচ্ছে। আর এ নির্বাচনকে ঘিরে রোববার (১৭ জানুয়ারি) শেষদিনে লালমনিরহাটে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, স্বতন্ত্র প্রার্থীসহ মেয়র পদে ৬জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তবে বিএনপি ও জাতীয়পার্টির কোন বিদ্রোহী প্রার্থী না থাকলেও আওয়ামীলীগের ২ জন বিদ্রোহী প্রার্থী রয়েছে।
লালমনিরহাট পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন যারা। তারা হলেন মোঃ মোফাজ্জল হোসেন (নৌকা), বর্তমান মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু (গত নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী ছিল), রেজাউল করিম স্বপন (বিদ্রোহী আ’লীগ), ধানের শীষের মোশারফ হোসেন রানা (সাবেক মেয়র), জাতীয়পার্টির প্রার্থী এস এম ওয়াহেদুল হাসান সেনা (সদ্য আওয়ামীলীগ হতে জাপাতে যোগদানকৃত) ও ইসলামি আন্দোলনের আমিনুল ইসলাম (হাতপাখা)।
এ ছাড়াও ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের বিপরীদে ১৫ জন ও ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদের বিপরীদে ৪৪ জন তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।