স্টাফ রিপোর্টার ।। লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২১-২৩ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মার্চ) ভোট গ্রহণ শেষে রাতে ঘোষিত ফলাফলে অ্যাড. মতিয়ার রহমান সভাপতি ও অ্যাড. আশরাফ হোসেন বাদল সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. আবু আহাদ খন্দকার লেনিন ৯৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. হাবিবুর রহমান হাবিব ৩৪টি ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে অ্যাড. আব্দুর রশিদ প্রধান ৮৩টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. লুৎফর রহমান রিপন ৪৫টি ভোট পেয়েছেন। লাইব্রেরী সম্পাদক পদে অ্যাড. হাফিজুর রহমান হাফিজ ৮১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. আঞ্জুমান আরা বেগম শাপলা ৪৯টি ভোট পেয়েছেন। সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. নজরুল ইসলাম (২) ৮৪টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. সামছুল আলম মিলন ৪৩টি ভোট পেয়েছেন। সদস্য পদে অ্যাড. আকমল হোসেন আহমেদ ৮৬টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।