স্টাফ রিপোর্টার ।। লালমনিরহাট গণপূর্ত বিভাগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
এছাড়াও জাতীয় শোক দিবসে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাৎ বরনকারী সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনায় গণপূর্ত বিভাগ লালমনিরহাট কার্যালয়ে দোয়া মাহফিল ও শতাধিক অসহায়, দুঃস্থ মানুষের মাঝে শুকনো খাবার হিসেবে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবন বিতরণ করা হয়।
এ সময় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন, লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার, উপ-বিভাগীয় প্রকৌশলী হাসান মাহমুদসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।