স্টাফ রিপোর্টার ।। লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমানের বোনের বাড়িতে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়েছে জেলা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। বৃহষ্পতিবার (৮ মার্চ) সন্ধ্যায় শহরের আলোরুপা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শহরের আলোরুপা মোড় এলাকার বাসিন্দা মৃত আব্দুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম (৫৭) বাড়িতে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায় জেলা ছাত্রলীগের ৪৫ থেকে ৫০ জনের একটি দল। ওই সময় তাদের হাতে লাঠি ও ক্রিকেট স্ট্যাম্প ছিল। এ হামলায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের ছোট বোন ফাতেমা বেগম আহত হয়েছেন।
ফাতেমা বেগমের বড় ছেলে ফারুক হোসেন স্বপন জানান, পূর্ব পরিকল্পিত ভাবে বাড়িতে এসে অতর্কিত বাড়ির দরজা ও জানালায় লাঠিসোটা দিয়ে আঘাত হানতে থাকেন ওইসব উশৃংখোল ছেলেরা। এতে ভয় পেয়ে আমার মা দ্রুত ঘরের দরজা লাগাতে গেলে সন্ত্রাসীরা দরজায় লাথি দিয়ে ভেঙ্গে ফেলে। ফাতেমা বেগম আহত হন। ঘটনা ঘটিয়ে নিমিষেই চলে যায় ওই সন্ত্রাসীরা।পরে এলাকাবাসী আহত ফাতেমাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। ঘটনার পর এলাকায় আতংক সৃষ্টি হওয়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, জেলা ছাত্রলীগের উশৃংখোল একটি অংশ দলবেধে, যারা কাউকে মানে না, এরা আগেও একাধীকবার সন্ত্রাসীর ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্করের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে সে সাংবাদিক পরিচয় পেয়ে কোন মন্তব্য না করেই ফোন কেটে দেন।
এ ব্যাপারে সদর থানার ওসি শাহ আলম জানান, ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর জবানবন্দী নেয়া হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।