স্টাফ রিপোর্টার ।। শুক্রবার (১৮ জুন) বিকাল ৪টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে জেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন প্রমুখ।
এ সময় লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় এবং জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ২য় পর্যায়ে নির্মিতব্য গৃহের সংখ্যা লালমনিরহাট সদর উপজেলায় ১৫০, আদিতমারী উপজেলায় ১৫০, কালীগঞ্জ উপজেলায় ২৫০জন, হাতীবান্ধা উপজেলায় ৩০০, পাটগ্রাম উপজেলায় ৬৫-সহ মোট ৯১৫ পরিবার পূনর্বাসিত হবে।