আসাদুল ইসলাম সবুজ ।। মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটসহ তার আশপাশে এলাকায়। তবে, এতে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সোমবার (৫ এপ্রিল) রাত ৯ টা ২৩ মিনিটের দিকে প্রায় ৩ সেকেন্ড স্থায়ী ভূমিকম্প অনুভূত হয়। ওই সময় বাসা-বাড়িতে অবস্থানরত পরিবারের লোকজন ঘর থেকে বেড়িয়ে যান। অনেকে ভয়ে চিৎকার, নিস্তব্ধ এবং কেউ কেউ মহান আল্লাহর জিকির করতে থাকেন।
আবহাওয়া অফিসের সূত্রে জানা গেছে, হঠাৎ রাত ৯ টা ২৩ মিনিটের দিকে প্রায় ৩ সেকেন্ড স্থায়ী লালমনিরহাটের উপর দিয়ে এবং তার পার্শ্ববর্তী এলাকায় হঠাৎ এমৃদু ভূমিকম্প অনুভূত হয়। যার উৎপত্তিস্থল এখনো জানা যায়নি।
লালমনিরহাট ফায়ার সার্ভিস ষ্টেশনে যোগাযোগ করা হলে ওই সময় ডিউটিরত কর্মকর্তা মোঃ রহমত উল্লাহ হঠাৎ ভূমিকম্প অনুভূত হওয়ার কথা স্বীকার করে বলেন, ৩ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির ঘটনা -ঘটেনি।
এ ব্যাপারে লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃদু এ ভূমিকম্পে জেলার কোথাও কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।