খাজা রাশেদ :: লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে বিডিআর রোড (বড় মসজিদ) পর্যন্ত সড়কের সাথে ড্রেন নির্মাণ করা হয়েছে।
কিন্তু, ড্রেনটিতে বসানো হয়নি কোন স্লাব। এমতাঅবস্থায় পথচারী চলাচল ও যানবাহন ব্যবহারের জন্য সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সড়কটি সংস্কার করায় বর্তমানে এসড়কে যানবাহন ও পথচারী চলাচল বৃদ্ধি পেয়েছে। সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণ হলেও ড্রেনের উপর স্লাব না দেয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে জনমনে।
এলাকাবাসী সহ বিভিন্ন যানবাহন চালকেরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দাবি জানান। স্থানীয় অটোচালক সুমন মিয়া বলেন, অত্যন্ত ঝুঁকি নিয়ে এ পথে যাত্রী নিয়ে চলাচল করি। সব সময় ভয়ে থাকি কখন জানি অটো উল্টে ড্রেনে পড়ে যায়।
ভ্যান চালক আব্দুল কুদ্দুস বলেন, এপথে দিনের চেয়ে রাতে চলাচল করা খুব ঝুঁকিপূর্ণ।
পথচারী ব্যাংক কর্মকর্তা রশিদুল ইসলাম বলেন, নিয়মিত এই পথ ধরে আমাকে চলাচল করতে হয়। বিগত কয়েক মাস যাবত এড্রেন টিতে ঢাকনা না দিয়ে খুলে রাখা হয়েছে। তিনি দ্রুত এ সমস্যা সমাধানের দাবি জানান।
এ ব্যাপারে লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন বলেন, এই কাজটি রেলওয়ের। রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে। তারা দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশ্বস্ত করেছেন।