স্টাফ রিপোর্টার ।। লালমনিরহাটে পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযাগ উঠেছে। হামলা দুইজন আহত হয়েছেন। বুধবার (৩১ মার্চ) রাত ৮টায় সদর উপজেলার হারাটি ইউনিয়নের ওকরাবাড়ী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, ওই ইউনিয়নের ঢাকনাই এলাকার মোক্তার হোসেনের ছেলে ব্যবসায়ী শাহানুর ইসলাম ইউনিয়নের ওকড়াবাড়ী বাজারে হার্ডওয়ার দোকান দিয়ে দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছেন। শাহানুরের পরিবারের সাথে দীর্ঘদিন থেকে একই এলাকার আবুল হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (৩৫) গং এর সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে।
এরই জেরে প্রতিপক্ষ মোফাজ্জল হোসেনসহ একই এলাকার ইসাহাক আলীর ছেলে জুয়েল ইসলাম (৩২), মোহসিন আলীর ছেলে সোহেল রানা (২৮) ও আব্দুল খালেকের ছেলে নজরুল ইসলাম (৪২), মোহসিন আলী (৪৫), হাবিবুর রহমান (৪০) গত বুধবার রাত ৮টার দিকে প্রকাশ্যে অসৎ উদ্দেশ্যে শাহানুরের ওই ওকড়াবাড়ী বাজারের হার্ডওয়ার দোকানে অতর্কিত হামলা চালায়।হামলাকারীদের আঘাতে ব্যবসায়ী শাহানুর ইসলাম ও তার ছোট ভাই সেলিমুল ইসলাম (৩৮) আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতে ভর্তি করে।
পরে বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে ব্যবসায়ী শাহানুর ইসলাম বাদি হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে।