স্টাফ রিপোর্টার ।। লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বিলুপ্ত বাশঁপচাই ছিটমহলে করোনা সচেতনতায় মাস্ক, সাবান, শীতবস্ত্র ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের বোয়ালমারী বাশঁপচাই আদর্শ একাডেমী স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় এলাকার ৩শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু জাফর। বক্তব্য রাখেন, পুলিশ সুপার আবিদা সুলতানা, জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার মেজবাহ উদ্দিন, কবি ও সমাজসেবক ফেরদৌসী বেগম বিউটি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপীকা দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লিয়াকত আলী ভূইয়া, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, রোটারী ক্লাব অব লালমনিরহাট-এর প্রেসিডেন্ট হারুন অর রশীদ প্রমুখ।
আলোচনা শেষে সভায় উপস্থিত সকলকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান পুলিশ সুপার আবিদা সুলতানা। পরে বিলুপ্ত বাঁশপচাই ছিটমহলের ১৮০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান, ৩শত শীতার্ত নারী পুরুষকে শীতবস্ত্র ও করোনা সুরক্ষা উপকরণ সামগ্রী প্রদান করা হয়।