স্টাফ রিপোর্টার ।। লালমনিরহাটে রাতের আধারে বাড়ির দরজা কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
শনিবার (২৮ মে) সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া গ্রামের ব্যবসায়ী কামাল উদ্দিন দুলুর বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, ব্যবসায়ী কামাল উদ্দিন দুলু শুক্রবার (২৭ মে) রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। পরেদিন শনিবার (২৮ মে) সকালে উঠে দেখে ২টি ঘরের দরজা কেটে কে বা কারা ৩টি ঘরে প্রবেশ করেছেন। ওই সময় ঘরের আসবাপত্র এলোমেলো করে ভেঙ্গে জমি বিক্রির ২ লক্ষ ২০ হাজার টাকা ও ১ লক্ষ ৮০ হাজার টাকার স্বর্ণ অলংকার সহ ফ্লেক্সিলোডের মোবাইলটিও নিয়ে যান সংঘবদ্ধ চোরের দল।
এ ঘটনায় শনিবার (২৮ মে) কামাল উদ্দিন দুলু লালমনিরহাট সদর থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন।
কামাল উদ্দিন দুলু বলেন, প্রতিরাতের ন্যায় গতকালও বাড়ির সবাই ঘুমিয়ে ছিলেন। এ সুযোগ কাজে লাগিয়ে সংঘবদ্ধ চোরের দল বাড়িতে প্রবেশ করে নগদ টাকাসহ স্বর্ণ লুটপাট করে নিয়ে যান। আমরা বাড়ির লোকজন এতোটুকুও বুঝতে পারেনি চোর চুরি করতে এসেছে। এতো ঘুমিয়ে ছিলাম আমরা। এ ঘটনায় আমি থানায় অভিযোগ করেছি। আইনের মাধ্যমে এসব সংঘবন্ধ চোরের শাস্তি চাই।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি মোঃ শাহা আলম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে সংঘবদ্ধ চোরের দলকে আটক করা হবে।