স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ রূপালী ব্যাংক লিমিটেডের আয়োজনে, রূপালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও (সিইও) মোঃ ওবায়েদ উল্লাহ মাসুদ এবং স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি মোঃ মিয়া জাকারিয়া টিটু ও সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন জুয়েল এর বিশেষ উদ্যোগ বন্যা,নদীভাঙ্গন ও অতিবৃষ্টিতে চরমভাবে ক্ষতিগ্রস্থ লালমনিরহাট সদর উপজেলার ৮নং গোকুন্ডা ইউনিয়ন এর বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৫টায় লালমনিরহাট সদর উপজেলার ৮নং গোকুন্ডা ইউনিয়নের চর গোকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৮০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রান সামগ্রীর উপকরণ হিসেবে ছিলো চাউল ৫ কেজি, মসুর ডাল ১ কেজি,আলু ৩ কেজি, সয়াবিন তেল আধালিটার, লবন ১ কেজি, চিড়া ১ কেজি,লাক্স সাবান ১ টি ও ওরস্যালাইল ২ প্যাকেট।
উক্ত ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রূপালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান (রংপুর) মোহাম্মদ শাহেদুর রহমান। এছাড়াও এসময়ে বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোঃ মাহমুদুল ইসলাম,লালমনিরহাট জোনের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার এস এম আবুল হাসান,বাংলাদেশ আওয়ামীলীগ লালমনিরহাট জেলার সহ-সভাপতি ও জেলা চেম্বারের পরিচালক খোরশেদ আহমেদ দুলাল,৮ নং গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার টোটন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ রূপালী ব্যাংক লিমিটেড এর লালমনিরহাট জোনের সভাপতি মোঃ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সহ রূপালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ ,কর্মকর্তা -কর্মচারী, ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,এ ত্রাণ বিতরণ কার্যক্রমে রূপালী ব্যাংক লিমিটেড এর বিভিন্ন শাখার কর্মকর্তা -কর্মচারীবৃন্দরা আর্থিক সহায়তা প্রদান করেন।