স্টাফ রিপোর্টার।। লালমনিরহাট পৌর ছাত্রলীগের আয়োজনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ অক্টোবর) সকালে জেলা ছাত্রলীগ কার্যালয়ে ৬০ জন ও জেলা পরিষদ মোড় কিন্ডার গার্টেনে ৩০ জন এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী, সমাজসেবক ও কবি ফেরদৌসী বেগম বিউটি।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ, জেলা শাখার উপ-দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার বকুল। বাংলাদেশ ছাত্রলীগ, লালমনিরহাট পৌর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) শরীফ আহমেদ মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ, লালমনিরহাট পৌর শাখার সাধারন সম্পাদক শফিকুল ইসলাম পাপ্পু প্রমূখ।