আসাদুল ইসলাম সবুজ।। দ্বিতীয় ধাপের শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আজ বৃহষ্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে।
উক্ত নির্বাচনে নাতনি শিউলীর সহযোগিতায় মহিষখোচা ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের শতবর্ষী বৃদ্ধা সাবেরা খাতুন ভোট দিতে এসেছেন।
শতবর্ষী বৃদ্ধা সকাল সাড়ে ১০ টায় মহিষখোচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট দিতে আসেন।
জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১ লাখ ৭৮ হাজার ২৫০ জন ভোটার। এর মধ্যে ৮৯ হাজার ৬২৫ জন পুরুষ ও ৮৮ হাজার ৬২৫ জন নারী ভোটার রয়েছে। ভোট কেন্দ্র ৬৪টি।
উক্ত ৮টি ইউনিয়নে ৩৯ চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এসব ভোটার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
নাতনি সহযোগিতায় ভোট দিতে আসা গোয়ালপাড়া গ্রামের শতবর্ষী বৃদ্ধা সাবেরা খাতুন বলেন, মোরো আল্লায় শ্যায় বয়সে মোক ভোট দিবার সুযোগ দিছে। মুই মোর পছন্দের মানুষকে খুশি মনে ভোট দিমু।
জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা আবু জাফর বলেন, সবার সার্বিক সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর কঠোর নজরদারীতে ভোট গ্রহন চলছে।