স্টাফ রিপোর্টার ।। নভেল করোনা ভাইরাসে প্রতিরোধে চলমান সরকারী বিধি-নিষেধজ্ঞায় কর্মহীন লালমনিরহাটে নরসুন্দর ১০০ পরিবারের মাঝে জরুরী প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। জরুরী প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্যাকেজে ছিল ১০ কেজি চাল, ৬ কেজি আলু ও আটা, ২ কেজি ডাল, ২ কেজি সয়াবিন তেল ও ২ কেজি লবণ প্রত্যেকের নরসুন্দর পরিবারের মাঝে বিতরণ করেন, জেলা প্রশাসক আবু জাফর।
নরসুন্দর ১০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু জাফর। এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ও উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় প্রমূখ।