স্টাফ রিপোর্টার ।। দেশীয় তামাক শিল্প রক্ষা ও চাষীদের সুরক্ষা এবং বিদেশি কোম্পানীর আগ্রাসনের হাত থেকে শতভাগ দেশীয় মালিকানাধীন তামাক শিল্পের অস্তিত্ব রক্ষার দাবিতে অনশন কর্মসূচী পালন করেছে লালমনিরহাট দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতি।
রোববার (১৪ মার্চ) সকাল ১০টায় লালমনিরহাট মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ অনশন কর্মসূচী পালন করা হয়।
দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতি লালমনিরহাটের আহবায়ক ওয়াহেদ আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতি লালমনিরহাটের সদস্য চাঁন বাদশা, যুগ্ম আহবায়ক মহুবর রহমান, ইসমাইল হোসেন প্রমুখ।
এ সময় দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতি লালমনিরহাটের সদস্য অর্জুন চন্দ্র, গোকুল চন্দ্র রায়, শাহজাহান আলী, এনামুল হক, নূরুজ্জামান, খোকন মিয়া, রিপন মিয়াসহ অন্যান্য তামাক চাষীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ২০১৮ সালের বাজেটে শতভাগ দেশীয় মালিকানাধীন কোম্পানীর জন্য মহান জাতীয় সংসদে যে নীতিমালা পাস হয়েছিল, অনুমোদন হয়েছিল সেটি এখনও বাস্তবায়ন হয়নি। একটি কুচক্রী মহল সেটি এখনো বাস্তবায়ন করতে দিচ্ছে না। তারা প্রধানমন্ত্রীর কাছে বিদেশি তামাক কোম্পানীর আগ্রাসনের হাত থেকে দেশীয় মালিকানাধীন ৩০টি কোম্পানীর অস্তিত্ব রক্ষায় করণীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান।