লালমনিরহাট প্রতিনিধি।। ডিজিটাল সেবা নিন, জীবন সাজিয়ে তুলুন- এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে ডিজিটাল গ্রাম মেলা উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ এপ্রিল) দুপুর ৩টায় লালমনিরহাট সদর উপজেলা মহেন্দ্রনগর ইউনিয়নের জনতা মহেন্দ্রনগর ফেডারেশনের আয়োজনে ফেডারেশন মাঠে ডিজিটাল গ্রাম মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন সদর উপজেলার সহকারী (ভুমি) কমিশনার মো. রুবেল রানা।
সারা বাংলা কৃষি সোসাইটি ও জাতি সংঘের খাদ্য এবং কৃষি সংস্থা বাংলাদেশের সহযোগিতা জনতা মহেন্দ্রনগর ফেডারেশনের সভাপতি মো. আশরাফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার কৃষি অফিসার মারুফা ইফতেকার সিদ্দিকা, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল, সারা বাংলা কৃষি সোসাইটির আব্দুল কাইয়ুম, ইউপি সদস্য শাহাবুল হক প্রমূখ।